খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নবাসীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং আরাফাত রহমান কোকোসহ গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) শোভনার গাবতলা ফুটবল মাঠ চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা, সুধীজন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার মুক্তি ও সুস্থতার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের প্রধান লক্ষ্য।”
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে উপস্থিত অতিথি ও সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করা হয়।