আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ বেশ কয়েকজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মা ও দুই ভাইসহ যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।